ফাউন্ডেশন পরিচিতি
দাওয়াত ও সেবার প্রতিশ্রুতি আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশন
ভূমিকা
আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তবে নবীরা যে বহুমুখী মিশন পরিচালনা করে গেছেন তা অব্যাহত রাখার জন্য আল্লাহ তাআলা এ দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামের ওপর। বর্তমান যুগের ওলামায়ে কেরামই আগের যুগের নবী-রাসূলদের স্থলাভিষিক্ত। এজন্য আলেমদের কার্যক্রমও নবী রাসূলদের মতো বিস্তৃত পরিসরে পরিব্যাপ্ত হওয়া দরকার।
নবী-রাসূলের সব কাজই মানুষের কল্যাণের জন্য নিবেদিত ছিল। সৃষ্টির উপকার করাই ছিল তাদের প্রধান মিশন। সঙ্গত কারণে ওলামায়ে কেরামেরও সেই মিশন থাকা উচিত। আমাদের আকাবির ওলামায়ে কেরাম নবী-রাসূলের দেখানো পথে উম্মাহর বহুমুখী কল্যাণ সাধনে সারা জীবন কাজ করে গেছেন। তারা নিজেদের জন্য যত না ভেবেছেন, পরের জন্য ভেবেছেন এর চেয়ে অনেক বেশি। সৃষ্টির কল্যাণের মধ্যেই তারা নিজেদের প্রশান্তি অনুভব করতেন। মানবতার কল্যাণ ও উন্নতিই ছিল তাদের শ্রম ও সাধনার কেন্দ্রবিন্দু।
আমাদের নিকট অতীতে বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম ও কামেল বুযুর্গ ছিলেন শায়খুল হাদীস আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.। তাঁর পুরোটা জীবনই ছিল মানুষের জন্য নিবেদিত। পরোপকার ও মানবসেবার অতুলনীয় দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তাঁর মহৎ কর্ম দ্বারা। দেশ, জাতি ও মানুষের কল্যাণেই ছিল জীবন ও সাধনা। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাঁর মহান কীর্তিগুলো।
আল্লামা গহরপুরী রহ. ২০০৫ সালের ২৬ এপ্রিল ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের পরও যেন তার সূচিত কার্যক্রম চালু থাকে এজন্যই প্রতিষ্ঠা করা হয়েছে আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশন। তাঁর রেখে যাওয়া সুযোগ্য উত্তরাধিকারী, শাগরেদ, ভক্ত-মুরিদ ও সংশ্লিষ্ট সবার পরামর্শ এবং আন্তরিক প্রয়াসে এ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে।
ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য
১. গরিব-দুঃখী ও অসহায় মানুষদের সেবা।
২. আর্ত-সামাজিক উন্নয়নে সাধ্যমতো চেষ্টা চালানো।
৩. বহুমুখী দাওয়াতী কার্যক্রম পরিচালনা।
৪. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তিসহায়তা।
৫. ওলামায়ে কেরামের যুগসচেতনতার জন্য বুদ্ধিবৃত্তিক কার্যক্রম।
৬. ইসলামী সাহিত্যের বিকাশের লক্ষ্যে বই-পুস্তক ও পত্র-পত্রিকা প্রকাশ।
৭. বেকারত্ব দূরীকরণ ও পরিবেশ উন্নয়নে ভূমিকা।
৮. দীনি ও বয়স্ক শিক্ষার উন্নয়নে কাজ করা।
ফাউন্ডেশনের কার্যক্রম
১. দাওয়াতী
আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সীমিত পরিসরে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, হযরতের ভক্ত-মুরিদানদের নিয়ে মজলিস, ইতেকাফ, বিভিন্ন জলসা, ছুটিতে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে তাবলিগী জামাতে বের হওয়া ইত্যাদি।
২. বুদ্ধিবৃত্তিক
ফাউন্ডেশন বুদ্ধিবৃত্তিক কাজের প্রতি বিশেষ জোর দিচ্ছে। ইতোমধ্যে ফাউন্ডেশনের উদ্যোগে গহরর্পু জামিয়া তরুণ লেখকদের নিয়ে লেখালেখি কর্মশালা এবং ওলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের জন্য আইটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের নামে একটি আন্তর্জাতিকমানের ওয়েবসাইট নির্মাণ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতী মিশনকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ চলছে। আগামীতে আরো বড় পরিসরে বুদ্ধিবৃত্তিক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ইতোমধ্যে গৃহীত হয়েছে।
৩. আর্ত-সামাজিক
আল্লামা গহরপুরী রহ. সারা জীবন মুক্ত হাতে দান করে গেছেন। মানুষের প্রয়োজন পূরণে তিনি ছিলেন প্রবাদতুল্য। তাঁর পরোপকারের সেই ধারা এখনও অব্যাহত রাখা হয়েছে ফাউন্ডেশনের মাধ্যমে। এলাকার গরিব-দুঃখী মানুষের সাহায্যে কাজ করছে এই ফাউন্ডেশন।
৪. গরিব-মেধাবী ছাত্রদের সহায়তা
ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও মেধাবী ছাত্রদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়। তাছাড়া ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে জ্ঞানমূলক, সাংস্কৃতিক ও সমসাময়িক বিষয়ে ধারণা দেয়ার জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করা হয়ে থাকে।
৫. প্রকাশনা
ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর জীবন ও কর্মের ওপর প্রায় নয়শ’ পৃষ্ঠা কলেবরের প্রামাণ্য একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ছোট ছোট পুস্তিকা প্রকাশ করে দীনদার মুসলমানদের চাহিদা পূরণের চেষ্টা চলছে।
ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা
আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে :
১. পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম বি¯তৃত করা।
২. সিলেট শহর ও ঢাকায় ফাউন্ডেশনের কার্যালয় স্থাপন।
৩. বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল সেন্টার ও উচ্চতর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা।
৪. দাতব্য চিকিৎসালয়, মাতৃসদন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠা।
৫. নারীদের জন্য স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
৬. শক্তিশালী ইসলামী মিডিয়া প্রতিষ্ঠা।
৭. দারিদ্র বিমোচন, ব্যাপক বনায়ন, নিরক্ষরতা দূরীকরণ এবং সৃজন ও মননশীল প্রকাশনার কার্যক্রম আরো বেগবান করা।
ফাউন্ডেশনের বর্তমান কার্যনির্বাহী পরিষদ
সভাপতি : শায়খুল হাদীস মাওলানা গিয়াসুদ্দীন, শায়খে বালিয়া
সহ-সভাপতি :
সদস্য সচিব : হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু
প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া, গহরপুর
দাওয়াত ও সেবার প্রতিশ্র“তি নিয়ে যাত্রা শুরু করেছে আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশন। সংস্থাটি নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতার কারণে এখনও ফাউন্ডেশনের স্বপ্নের কাজগুলো শুরু করা সম্ভব হয়নি। তবে, সবার আন্তরিক সমর্থন ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ ফাউন্ডেশনটি তার লক্ষ্যে পৌঁছবে।
যোগাযোগ
অস্থায়ী কার্যালয়
জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর
ডাকঘর : দেওয়ানবাজার, উপজেলা : বালাগঞ্জ
জেলা : সিলেট
ফোন : ০১৭১৫৪০৯৪০৯