ফাউন্ডেশন পরিচিতি
আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তবে নবীরা যে বহুমুখী মিশন পরিচালনা করে গেছেন তা অব্যাহত রাখার জন্য আল্লাহ তাআলা এ দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামের ওপর। বর্তমান যুগের ওলামায়ে কেরামই আগের যুগের নবী-রাসূলদের স্থলাভিষিক্ত। এজন্য আলেমদের কার্যক্রমও নবী রাসূলদের মতো বিস্তৃত পরিসরে পরিব্যাপ্ত হওয়া দরকার।
নবী-রাসূলের সব কাজই মানুষের কল্যাণের জন্য নিবেদিত ছিল। সৃষ্টির উপকার করাই ছিল তাদের প্রধান মিশন। সঙ্গত কারণে ওলামায়ে কেরামেরও সেই মিশন থাকা উচিত। আমাদের আকাবির ওলামায়ে কেরাম নবী-রাসূলের দেখানো পথে উম্মাহর বহুমুখী কল্যাণ সাধনে সারা জীবন কাজ করে গেছেন। তারা নিজেদের জন্য যত না ভেবেছেন, পরের জন্য ভেবেছেন এর চেয়ে অনেক বেশি। সৃষ্টির কল্যাণের মধ্যেই তারা নিজেদের প্রশান্তি অনুভব করতেন। মানবতার কল্যাণ ও উন্নতিই ছিল তাদের শ্রম ও সাধনার কেন্দ্রবিন্দু। বিস্তারিত পড়ুন..